ইমাম কাযিম (আ.) মৃত পশুকে জিবীত করেন
ইমাম কাযিম (আ.) মৃত পশুকে জিবীত করেন
আলী ইবনে মুগাইরা বলেনঃ একদা আমি ইমাম মূসা কাযিম (আ.) এর সাথে মিনার দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখি পথের মধ্যে এক মহীলার কাঁধে তার সন্তান বসে আছে এবং তারা উভয়েই খুব ক্রন্দন করছে।
ইমাম (আ.) তাকে জিজ্ঞাসা করেন তুমি কেন ক্রন্দন করছ? যেহেতু মহীলাটি ইমাম কাযিম (আ.) কে চিনতো না। সে বলেঃ আমার এবং এ এতিম বাচ্চার একমাত্র সন্বল ছিল এই গরু আমরা তার দুধ দ্বারা আমাদের জীবিকা নির্বাহ করতাম। কিন্তু হঠাৎ গরুটি মারা যায় এবং আমরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।
ইমাম তাকে জিজ্ঞাসা করেন তুমি কি চাও তোমার উক্ত গরুটি পুণরায় জীবিত হোক?
মহীলাটি বলেঃ হ্যাঁ।
ইমাম এক কোণাতে যান এবং দুই রাকাত নামাজ পড়েন এবং আকাশের দিকে দু হাত তুলে দোয়া করেন। তারপরে গরুটির কাছে আসেন এবং গরুর পাজরে মারলে হঠাৎ গরুটি উঠে দাড়ায়।
মহীলাটি উক্ত ঘটনাটি দেখার পরে চিৎকার করে বলে তোমরা দেখে যাও উক্ত ব্যাক্তিটি হজরত ঈসার মতো মৃতকে জীবিত করতে পারে!
লোকজন উক্ত কথা শুনে ভিড় জমায় এবং উক্ত মহীলার কথায় এবং গরুটির প্রতি আশ্চর্যের দৃষ্টি দেখতে থাকে। ইমাম (আ.) তখন নিজেকে লোকদের মাঝ থেকে লুকিয়ে নিজ পথে রওনা হন।
সূত্রঃ বিহারুল আনওয়ার, খন্ড ৪৮, পৃষ্ঠা ৫৫।
নতুন কমেন্ট যুক্ত করুন