পুতিন: ইউক্রেনের নির্বাচনি ফলাফলকে সম্মান জানাব
পুতিন: ইউক্রেনের নির্বাচনি ফলাফলকে সম্মান জানাব
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের আগামীকালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে সম্মান করবে মস্কো। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্ট পুতিন বলেন, “আমরা বুঝি যে, ইউক্রেনের জনগণ চলমান সংকট থেকে তাদের দেশকে বের করে নিতে চান সে কারণে আমরা তাদের পছন্দকে সম্মানের চোখেই দেখব।”
আগামীকাল (রোববার) ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
ইউক্রেনের ঘটনায় পশ্চিমাদের জড়িয়ে পড়ার নিন্দা জানিয়ে পুতিন বলেন, তারা এ পর্যন্ত রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমারা ইউক্রেনে ক্যু’ করেছে কিন্তু তারা আলোচনায় বসতে চায় না। এ সময় তিনি তার দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন