সাম্প্রতিক সহিংসতায় ইউক্রেনে অন্তত ১২৭ জন নিহত হয়েছে'
সাম্প্রতিক সহিংসতায় ইউক্রেনে অন্তত ১২৭ জন নিহত হয়েছে'
ইউক্রেনের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে সাম্প্রতিক সহিংসতায় অন্তত ১২৭ জন নিহত হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ কথা জানিয়েছেন বিশ্ব সংস্থাটির মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব আইভান সিমোনোভিচ।
একই সঙ্গে তিনি বলেছেন, উত্তেজনাপূর্ণ এ দুই অঞ্চলে অধিকহারে অস্ত্র ঢুকছে এবং ক্রমেই মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটছে।
এ ছাড়া, ইউরোপের পূর্বাঞ্চল থেকে বাস্তুহারা মানুষের ঢল নামায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইউক্রেনের এ অঞ্চলে রুশপন্থি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস সেনা অভিযানে নেমেছে কিয়েভের অন্তর্বর্তী সরকার।
চলতি সপ্তাহের গোড়ার দিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে মানবাধিকার পরিস্থিতির অবনতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন জাতিসংঘের শীর্ষস্থানীয় এ কর্মকর্তা।
দোনেতস্ক এবং লুহানস্কের স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে রুশপন্থি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কিয়েভ সরকার গতমাসে সেনা অভিযান শুরু করলে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ বেঁধে যায়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন