আমেরিকাকে ভুল শোধরাতে হবে:হাসান রুহানী
আমেরিকাকে ভুল শোধরাতে হবে:হাসান রুহানী
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করতে চাইলে আমেরিকাকে ভুল সংশোধন করতে হবে।
তিনি বলেন, সত্যিকার অর্থেই যদি আমেরিকা ইরানের জনগণের প্রতি তার শত্রুতার নীতি পরিবর্তন করে এবং অতীত ভুলের ক্ষতিপূরণ দেয় তাহলে দুই দেশের জন্যই একটা নতুন চিত্র তৈরি হবে। চীনের ইংরেজি ভাষার চ্যানেল সিসি টিভিকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রুহানি এ কথা বলেছেন।
তিনি বলেন, মার্কিন শত্রুতামূলক নীতির কারণে ইরানের জনগণ অনেক ভোগান্তির শিকার হয়েছে এবং এখন আশা করে হোয়াইট হাউজের রাজনীতিকরা ইরানের জনগণের স্বার্থ উপেক্ষা করার অতীত নীতি বাদ দেবেন।
ড. রুহানি বলেন, ইসলামি ইরান তার স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক অঙ্গনে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে তবে আমেরিকার শত্রুতামূলক নীতির বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে চায় না। তিনি জোর দিয়ে বলেন, ইরানের জনগণের অধিকারের প্রতি আমেরিকাকে সম্মান দেখাতে হবে। ইরানি জনগণের প্রতি আমেরিকা সম্মান দেখানোর নীতি নিলে তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইরানের জনগণের পক্ষ থেকে কোনো সমস্যা থাকবে না বলেও উল্লেখ করেন রুহানি।
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তেহরান। তবে গত বছরের সেপ্টেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে টেলিফোন করেন এবং তখন থেকে দু দেশের মধ্যে নতুন সম্পর্কের বিষয়ে বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন