কেজরিওয়ালের ২ দিনের জেল
কেজরিওয়ালের ২ দিনের জেল
অরবিন্দ কেজরিওয়াল- নিতিন গাদকারি
আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আজ (বুধবার) গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
হিন্দুত্ববাদী দল বিজেপির সাবেক সভাপতি নীতিন গাড়কারির দায়ের করা মানহানির মামলার শুনানি শেষে দিল্লির পাতিয়ালা আদালতের বিচারক গোমতি মনোচা জামিন বাবদ কেজরিওয়ালকে ১০ হাজার রুপি দেয়ার নির্দেশ দেন। কিন্তু দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী ১০ হাজার রুপির বিনিময়ে জামিন নিতে অস্বীকৃতি জানান। শুনানিতে কেজরিওয়াল বলেন, "এটি একটি রাজনৈতিক মামলা। আমি প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত। কোনো শর্তযুক্ত জামিন আমি চাই না।"
এরপরই কেজরিওয়ালকে ২৩ মে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত বিচার বিভাগের হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। তাকে শুক্রবার পর্যন্ত তিহার জেলে রাখা হবে বলে জানা গেছে।
চলতি বছরের জানুয়ারি মাসের শেষ দিকে ভারতের দুর্নীতিগ্রস্ত নেতা ও মন্ত্রীদের তালিকা প্রকাশ করেন আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। রাহুল গান্ধী, পি চিদাম্বরম, সুশীল কুমার সিন্ধে, নিতিন গাড়কারিসহ কংগ্রেস-বিজেপি ও অন্যান্য দলের বাঘা বাঘা নেতাদের নাম উঠে আসে ওই তালিকায়।
এরপর কেজরিওয়ালকে তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে বলেন বিজেপি নেতা নীতিন গাড়কারি। কিন্তু কেজরিওয়াল ক্ষমা না চাওয়ায় তার বিরুদ্ধে মানহানি মামলা করেন বিজেপির এই শীষস্থানীয় নেতা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন