নওয়াজ শরীফ নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের দাওয়াত পেলেন
নওয়াজ শরীফ নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের দাওয়াত পেলেন
ফাইল ফটো
ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে। একইসঙ্গে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র প্রধানকেও দাওয়াত দেয়া হয়েছে।
আগামী ২৬ মে সন্ধ্যা ৬টায় নরেন্দ্র মোদি শপথ নেবেন।
বিজেপি’র মুখপাত্র নির্মলা সিথারমন জানিয়েছেন, সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদেরকে মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
গত প্রায় দুই মাস ধরে ভারতে লোকসভা নির্বাচন হয়েছে এবং এতে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
নরেন্দ্র মোদি ও তার দলের এই বিপুল বিজয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া, সুবিধা মতো সময়ে পাকিস্তান সফর করারও আমন্ত্রণ জানিয়েছেন নওয়াজ শরীফ।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন