এফবিআই গাজাসেবীদের নিয়োগ দেবে
এফবিআই গাজাসেবীদের নিয়োগ দেবে
মারিজুয়ানা বা গাজাসেবীদের নিয়োগ না দেয়ার নীতি বাতিল করতে যাচ্ছে মার্কিন ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই।
আমেরিকার এ গোয়েন্দা সংস্থা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তরুণ হ্যাকারদের নিয়োগ দেয়ার তীব্র প্রয়োজন অনুভব করছে। কিন্তু ভালো হ্যাকারদের মধ্যে প্রচুর সংখ্যক মাদকসেবী থাকার কারণে মারিজুয়ানাসেবীদের নিয়োগ না দেয়ার পুরনো নীতিতে অটল থাকা সম্ভব হচ্ছে না। এ কারণে মাদকসেবীদের নিয়োগ দেয়ার পথ সুগম করার জন্য এ পদক্ষেপ নিতে যাচ্ছে এফবিআই।
ম্যানহাটানে অবস্থিত নিউ ইয়র্ক সিটি বার অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় এ কথা জানিয়েছেন এফবিআই’এর পরিচালক জেমস বি. কামি।
হোয়াইট কালার ক্রাইম ইন্সটিটিউট নামে পরিচিত এ সম্মেলনে দেয়া ভাষণে কমি বলেন, অতীতে মারিজুয়ানা বা গাজা কিংবা মাদক গ্রহণ করেছে এমন ব্যক্তিদের নিয়োগ না দেয়ার যে নীতি ছিল তা থেকে সরে আসার কথা বিবেচনা করছে এফবিআই।
সাইবার অপরাধ তদন্তকে বেশি গুরুত্ব দেয়া হবে বলে সম্প্রতি এফবিআই ঘোষণা করেছে। এদিকে এফবিআইকে ২,০০০ নতুন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। নতুন এ কর্মী বাহিনীর অনেককেই ইন্টারনেটের ওপর নজরদারি করার জন্য নিয়োগ করা হবে বলে স্বাভাবিকভাবেই ধরে নেয়া যায়। এ অনুমোদন পাওয়ার পরই নিয়োগ বিষয়ক নীতি পরিবর্তনের আভাস দিলে এফবিআই।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন