সিরিয়া বিষয়ক প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া
সিরিয়া বিষয়ক প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া
গেনাদি গাতিলভ
রাশিয়া বলেছে,জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিরিয়া সংক্রান্ত প্রস্তাবে ভেটো দেবে মস্কো। এ খসড়া প্রস্তাবে সিরিয়া সংকটের বিষয়টিকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে পাঠানোর কথা বলা হয়েছে।
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী গেনাদি গাতিলভ বলেন, নিরাপত্তা পরিষদে প্রস্তাবের যে খসড়া পেশ করা হয়েছে রাশিয়া তা সমর্থন করে না। এটি যদি ভোটে দেয়া হয় তাহলে রাশিয়া এ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেবে। ফ্রান্স এ খসড়া তৈরি করেছে এবং বৃহস্পতিবার এটি নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য তোলা হতে পারে।
প্রস্তাবটির খসড়া ‘উদ্দেশ্যমূলকভাবে রাজনীতিকরণ’ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর পেছনে সিরিয়ায় আন্তর্জাতিক সেনা পাঠানোর অনুমতি নেয়ার মতো অশুভ মতলব রয়েছে।
কোনো দেশ নিরাপত্তা পরিষদের ইশতেহার না মানলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ বা হামলা চালানোর ক্ষমতা জাতিসংঘ সনদের ৭ ধারায় দেয়া হয়েছে।
গাতিলভ বলেন, ৭ ধারার ভিত্তিতে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব অনুমোদন করিয়ে নেয়ার লক্ষ্যে এ খসড়া তৈরি করা হয়েছে যাতে ভবিষ্যতে এর ভিত্তিতে সিরিয়ার ওপর হামলা করা যায়। এ প্রস্তাবের বিরোধিতা করার কারণ তুলে ধরে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এ প্রস্তাব পাস হলে তাতে হিতে বিপরীত হতে পারে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন