ইউক্রেনের অন্তর্বতী সরকারের কাছে ২ রুশ সাংবাদিক আটক
ইউক্রেনের অন্তর্বতী সরকারের কাছে ২ রুশ সাংবাদিক আটক
আটক রুশ সাংবাদিক ওলেগ সিদইয়াকিন ও মারাত সাইশেংকো
ইউক্রেনের অন্তর্বর্তী সরকারের হাতে আটক রাশিয়ার দুই সাংবাদিককে মুক্তি দেয়ার আহ্ববান জানিয়েছে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থা বা ওএসসিই।
গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক ওএসসিই’র প্রতিনিধি দুনজা মিজাতোভিচ এক চিঠিতে ইউক্রেন সরকারের প্রতি এ আহ্বান জানান। একইসঙ্গে তিনি পুরো ঘটনা তদন্ত করতে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভকে পরামর্শ দিয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করাকে মিজাতোভিচ সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেন।
গত রোববার রাশিয়ার লাইফ নিউজ চ্যানেলের সাংবাদিক ওলেগ সিদইয়াকিন এবং মারাত সাইশেংকোকে আটক করে ইউক্রেন সরকার। কিয়েভ অভিযোগ করেছে, এ দুই ব্যক্তি রুশপন্থি সশস্ত্র গোষ্ঠীর পক্ষে কাজ করছিলেন।
এদিকে, আটক দুই সাংবাদিককে শিগগিরি মুক্তি দেয়ার জন্য কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, আটক সাংবাদিকদের মুক্তির জন্য রাশিয়া সম্ভাব্য সবকিছু করবে। মস্কো বলছে, বিক্ষোভকারীদের ওপর ইউক্রেনের সেনাবাহিনীর অভিযানে জাতিসংঘের হেলিকপ্টার ব্যবহারের ফুটেজ প্রচার করার পর এ দুই সাংবাদিককে আটক করেছে কিয়েভ।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন