মার্কিন জনগণ বুঝতে শুরু করেছে যে, ওবামা মিথ্যা বলেন

মার্কিন জনগণ বুঝতে শুরু করেছে যে, ওবামা মিথ্যা বলেন

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান,
বিল স্টিল (বামে) ও কয়েক জন চাকুরিপ্রার্থী (ডানে)
আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বেকারত্বসহ নানা সমস্যার বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র নির্মাতা বিল স্টিল। গতকাল (সোমবার) প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন জনগণ এখন ক্রমেই বুঝতে পারছেন যে তাদের সরকার সত্য বলে না এবং এখন আর সরকারি তথ্যের ওপর নির্ভর করা যায় না।

তিনি বলেন, আমেরিকার ইতিহাসে এ ধরনের ঘটনা এবারই প্রথম। কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্ট একটি মিথ্যা বললে সেটা দেশের পত্রপত্রিকায় কয়েক সপ্তাহ ধরে প্রধান শিরোনাম হিসেবে স্থান পেত। কিন্তু গত এক বছরে বর্তমান মার্কিন সরকার বহু মিথ্যা কথা বলেছে। আর এ তথ্যও নানাভাবে ফাঁস হয়ে গেছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমেরিকায় চাকুরির যেসব সুযোগ সৃষ্টি করা হয়েছে সেগুলো স্বল্প বেতনের এবং স্বল্পকালীন। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো’র তথ্যেও এর প্রমাণ রয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেছেন, যেসব বেকার এ সংক্রান্ত সুযোগ-সুবিধা পাচ্ছে না, তাদেরকে বেকার হিসেবে গণনা করা হয় না। এর ফলে সঠিক পরিসংখ্যান বেরিয়ে আসছে না। গ্যালুপের চলতি মে মাসের জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, ২০ শতাংশ মার্কিন নাগরিক তাদের প্রধান সমস্যা হিসেবে বেকারত্ব অথবা উপযুক্ত চাকুরির অভাবকে চিহ্নিত করেছেন।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন