মারজিয়েহ আফখাম: চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা দরকার
মারজিয়েহ আফখাম: চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা দরকার
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখাম
সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখাম আজ (মঙ্গলবার) এ কথা বলেছেন। তিনি বলেন, এখনই যদি এসব উগ্রবাদীদের বিরুদ্ধে আন্তরিক পদক্ষেপ নেয়া না হয় তাহলে এই সন্ত্রাসীগোষ্ঠী কোনো একক অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না।
আফখাম বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা হলে অবশ্যই তা সন্ত্রাসবাদকে রুখতে সাহায্য করবে।
নাইজেরিয়ায় বোকো হারাম তাকফিরি গোষ্ঠীর হাতে কয়েকশ’ স্কুল ছাত্রী অপহরণের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এসব ছাত্রীকে নিরাপদে উদ্ধারের বিষয়ে তেহরান সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন