মার্কিন মোড়লিপনা অবসানের ইঙ্গিত

মার্কিন মোড়লিপনা অবসানের ইঙ্গিত

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান,
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
চীন সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (মঙ্গলবার) সকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। পশ্চিমা সমালোচনা ও আঞ্চলিক সামরিক উত্তেজনার মাঝে দু নেতার মধ্যে এ বৈঠক হলো।

শক্তিশালী দুটি দেশের মধ্যে বৃহত্তর সম্পর্ক গড়ে তোলা এবং স্নায়ুযুদ্ধ পরবর্তী এককেন্দ্রিক বিশ্বব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে পুতিন এবং জিনপিংয়ের এ বৈঠককে।

গত বছর জিনপিং চীনা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পুতিন এই প্রথম চীন সফর করছেন। তার এ সফরের সময় দীর্ঘ প্রতিক্ষিত এবং বিশাল আকারের গ্যাস-চুক্তি হতে পারে। গ্যাস চুক্তি হলে চীন প্রতিবছর রাশিয়া থেকে ব্যাপক পরিমাণ গ্যাস নিয়ে তার জ্বালানি চাহিদা মেটাতে পারবে। পুতিনের সফরের সময় মোট ৩০টি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তার পররাষ্ট্র বিষয়ক সিনিয়র উপদেষ্টা জানিয়েছেন। এছাড়া, দু নেতা বুধবার চীনের সাংহাইয়ে শুরু হতে যাওয়া এশিয়ার নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে যোগ দেবেন।

সম্প্রতি ইউক্রেন ইস্যু নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্কে মারাত্মক তিক্ততা দেখা দিয়েছে। অন্যদিকে, দক্ষিণ চীন ও পূর্ব চীন সাগরের সমুদ্রসীমা এবং কয়েকটি দ্বীপ নিয়ে জাপানসহ প্রতিবেশ ছয়টি দেশের সঙ্গে চীনের সামরিক উত্তেজনা চলছে। এ পরিস্থিতিতে চীন ও রাশিয়ার নেতারা সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নিয়েছেন যাকে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেকে বলছেন, চীন ও রাশিয়ার সম্ভাব্য অতি-ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার অবসান হতে চলেছে। সে ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একক আধিপত্যেরও অবসান হতে পারে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন