নরেন্দ্র মোদি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে ২৬ মে শপথ নেবেন
নরেন্দ্র মোদি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে ২৬ মে শপথ নেবেন
প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতে নরেন্দ্র মোদি (বামে)
ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি’র নেতা নরেন্দ্র মোদি আগামী ২৬ মে সন্ধ্যা ৬টায় শপথ নেবেন। প্রেসিডেন্ট প্রণব মুখার্জি এরইমধ্যে মোদিকে শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকের পরপরই নরেন্দ্র মোদি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে তিনি সরকার গঠনের বিষয়েও প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন।
প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। এ সময় তিনি নরেন্দ্র মোদির প্রতি সমর্থন জানিয়ে দলের ১০ নেতার সই করা একটি চিঠিও প্রেসিডেন্টকে দেন। মোদির শপথ অনুষ্ঠানে ৩,০০০ ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান রাজনাথ সিং। বিজেপি সূত্র বলছে, নিজের শপথের সঙ্গে মন্ত্রিসভারও শপথের ব্যবস্থা করতে চান নরেন্দ্র মোদি।
ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে ৩৩৬টি। গত ৩০ বছরের মধ্যে এটা হলো কোনো একক দলের জন্য সবচেয়ে বড় বিজয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন