চীন গোয়েন্দাবৃত্তির অভিযোগে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল
চীন গোয়েন্দাবৃত্তির অভিযোগে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল
চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
চীনের বিরুদ্ধে সাইবার গোয়েন্দাবৃত্তির জন্য দেশটির পাঁচ সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করার পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে বেইজিং। এর পাশাপাশি আমেরিকার সঙ্গে সব ধরনের সাইবার সহযোগিতা বন্ধেরও ঘোষণা দিয়েছে চীন।
বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাক্স বাউকাসকে তলব করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের ওই অভিযোগের ব্যাখ্যা চেয়েছে এবং চীনের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করতে বলেছে। বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, গতকাল (সোমবার) রাতে চীনা উপ পররাষ্ট্রমন্ত্রী ঝেং জেগুয়াং মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি ম্যাক্স বাউকাসকে স্পষ্ট করে জানিয়ে দেন- পরবর্তী ঘটনাপ্রবাহ দেখে বেইজিং নতুন পদক্ষেপ নেবে এবং চীন সরকারের ওপর মার্কিন গুপ্তচরবৃত্তির বিষয়ে ব্যাখ্যা চাইবে। চীন বলছে, শুধু গত দুই মাসেই আমেরিকা চীনের হাজার হাজার তথ্য হ্যাকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিয়েছে।
অন্যদিকে, আমেরিকা অভিযোগ করছে- বাণিজ্যিক প্রতিযোগিতায় সুবিধা পাওয়ার জন্য মার্কিন বেসরকারি কোম্পানিগুলোর ওপর সাইবার গোয়েন্দাবৃত্তি করেছে চীন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন