পুতিন ইউক্রেন সীমান্তের কাছে মহড়া বন্ধের নির্দেশ দিলেন
পুতিন ইউক্রেন সীমান্তের কাছে মহড়া বন্ধের নির্দেশ দিলেন
ফাইল ছবি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় সামরিক মহড়া বন্ধের জন্য রুশ সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা সরিয়ে নেয়ার জন্য কিয়েভ সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।
রুশ প্রেসিডেন্টের দপ্তর থেকে সংবাদ সংস্থাগুলোর কাছে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পরিকল্পিত বসন্তকালীন প্রশিক্ষণ শেষ হওয়ায় মহড়ায় অংশগ্রহণকারী সেনাদের তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের সীমান্তবর্তী রোসতোভ, বেলগোরোদ এবং ব্রাইয়ানস্ক অঞ্চলে যে সব রুশ সেনা পাঠানো হয়েছিল তাদের জন্যও এ নির্দেশ প্রযোজ্য হবে।
গত মার্চে এ সব অঞ্চলে রুশ সেনা মোতায়েন করা হয়েছিল। কিয়েভের পাশ্চাত্যপন্থি সরকার এবং পশ্চিমা দেশগুলো একে ইউক্রেনে রুশ আগ্রাসনের আলামত বলে ধরে নিয়েছিল। অবশ্য মস্কো বারবার বলেছে, দোনেতস্ক এবং লুহানস্কের কাছাকাছি এলাকাসহ নিজ দেশের ভৌগলিক সীমার মধ্যে যে কোনো সামরিক মহড়া চালানোর অধিকার রাশিয়ার আছে; কিন্তু পশ্চিমা দেশগুলো অযথা এই বিষয়কে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করছে।
এদিকে আগামী ২৫ মে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রুশপন্থিসহ সব শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে শনিবার দ্বিতীয় দফা বৈঠক করেছে ইউক্রেন সরকার। অবশ্য খারকিভ শহরে অনুষ্ঠিত ওই বৈঠকে স্বাধীনতাকামী কোনো নেতা যোগ দেননি। তারপরও এ বৈঠককে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন