ইসলামের সঙ্গে বোকো হারামের কর্মকাণ্ডের সম্পর্ক নেই: শীর্ষস্থানীয় আলেম
ইসলামের সঙ্গে বোকো হারামের কর্মকাণ্ডের সম্পর্ক নেই: শীর্ষস্থানীয় আলেম
ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ মাকারেম শিরাজি বলেছেন, নাইজেরিয়ার উগ্র বোকো হারাম একটি বিভ্রান্ত গোষ্ঠী এবং তাদের কাজের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তিনি পবিত্র ধর্মীয় নগরী কোমের একটি মসজিদে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেছেন।
আয়াতুল্লাহ মাকারেম শিরাজি বলেন, সশস্ত্র ও উগ্র বোকো হারাম নিজেদেরকে ইসলামপন্থি বলে যে দাবি করে তা সঠিক নয়। তিনি বোকো হারামকে পথভ্রষ্ট গোষ্ঠী হিসেবে অভিহিত করে বলেন, উগ্র তাকফিরি গোষ্ঠী এদেরকে সৃষ্টি করেছে। তিনি বলেন, প্রায় ২০০ বছর আগে এ গোষ্ঠীর সৃষ্টি হলেও এখন তারা প্রকাশ্য রূপ নিয়েছে।
ইরানের খ্যাতনামা এ আলেম বলেন, সারা বিশ্বের জেনে রাখা উচিত ,বোকো হারামের অনুসারীরা মুসলমান নয়। তিনি এ ধরণের অজ্ঞ ও মূর্খ গোষ্ঠীর ব্যাপারে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, আমেরিকা ও ইউরোপ যাতে তাদেরকে পুঁজি করে ইসলাম বিরোধী প্রচার চালাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
বোকো হারাম নাইজেরিয়ার একটি স্কুল থেকে প্রায় আড়াইশ' ছাত্রীকে অপহরণ করে তাদেরকে দাসী হিসেবে বিক্রি করে দেয়ার হুমকি দিয়েছে। বোকো হারাম দাবি করেছে, তারা পাশ্চাত্য শিক্ষার বিরোধী। কিন্তু বাস্তবতা হচ্ছে, পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতায় ইসলামের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার লক্ষ্যে তারা নানা অপকর্ম করছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন