গুপ্তচরবৃত্তিতে ইসরাইল ৩য়
গুপ্তচরবৃত্তিতে ইসরাইল ৩য়
বিশ্বের যেসব দেশ আমেরিকার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব নিয়ে গুপ্তচরবৃত্তি করে তার মধ্যে ইহুদিবাদী ইসরাইলের অবস্থান তৃতীয়। খোদ আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এ খবর দিয়েছে। আর ফাঁস হয়ে যাওয়া গোপন নথির ভিত্তিতে শুক্রবার নিউজউইক খবরটি প্রকাশ করেছে।
মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা বা এনএসএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন গোপন তথ্য ফাঁস করে দেয়ার পর আমেরিকার সাংবাদিক গ্লেন গ্রিনউড তার লেখা একটি বইয়ের মাধ্যমে এ খবর জনসমক্ষে আনেন।
বইয়ের একটি প্যারায় গ্রিনউড ইসরাইল ও আমেরিকার মধ্যকার গোয়েন্দা সম্পর্কের জটিলতা ব্যাখ্যা করেছেন। সেখান তিনি মার্কিন সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেছেন, আমেরিকা ও ইসরাইলের সম্পর্ক অসম্ভব ভালো এবং বিভিন্ন দেশের বিষয়ে যৌথ ইলেক্ট্রনিক গোয়েন্দা কর্মসূচি রয়েছে। কিন্তু অন্যদিকে, মধ্যপ্রাচ্য সমস্যা নিয়ে মার্কিন অবস্থান জানতে তারা আমেরিকাকে টার্গেট করে।”
বইয়ে আরো বলা হয়েছে- সিআইএ নেতৃত্বাধীন জাতীয় গোয়েন্দা সংস্থা ইসরাইলকে ২০১৩ সালের জন্য মার্কিন বিরোধী তৃতীয় আগ্রাসী শক্তি হিসেবে মূল্যায়ন করেছে। মার্কিন বিরোধী গোয়েন্দা তৎপরতায় রাশিয়া ও চীনের অবস্থান সবার ওপরে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন