বিদ্রোহীরা অপহৃত ৪৫ ব্যক্তিকে হোমস শহর থেকে মুক্তি দিল
বিদ্রোহীরা অপহৃত ৪৫ ব্যক্তিকে হোমস শহর থেকে মুক্তি দিল
মুক্তি পাওয়া অপহৃতদের কয়েকজন
সরকারের সঙ্গে সাম্প্রতিক চুক্তির পর সিরিয়ার হোমস শহর থেকে ৪৫ জন বন্দিকে মুক্তি দিয়েছে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা। এসব ব্যক্তিকে গত বছরের আগস্ট মাসে বন্দরনগরী লাতাকিয়া থেকে বিদ্রোহীরা অপহরণ করেছিল।
মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন ইরানের প্রেস টিভির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, বিদ্রোহীদের হাতে আটক বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে। এছাড়া, এক তরুণ বিদ্রোহীদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা তাকেও হত্যা করেছে।
গত ৪ মে সিরিয়ার সরকার ও বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের মধ্যে একটি চুক্তি হয়। ওই চুক্তির আওতায় বিদ্রোহীরা সরকারের কাছে নিরাপদ প্রস্থানের অনুরোধ করে এবং ১২ মে হোমস শহর থেকে বিদ্রোহীদের শেষ দলটি চলে যায়।
ইরান, রাশিয়া ও জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়া সরকার এবং বিদ্রোহীদের মধ্যে চুক্তি সই হয়। চুক্তির ফলে হোমস প্রদেশের বেশিরভাগ শহর সরকারি সেনাদের নিয়ন্ত্রণে এসেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন