আমেরিকা ইউক্রেনে সিআইএ'র এজেন্ট নিহত হওয়ার খবর অস্বীকার করল
আমেরিকা ইউক্রেনে সিআইএ'র এজেন্ট নিহত হওয়ার খবর অস্বীকার করল
ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েকজন এজেন্ট নিহত হওয়ার খবর অস্বীকার করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে স্বশাসনের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সংঘর্ষে এ সব সিআইএ এজেন্ট নিহত হয়েছে বলে এক খবরে দাবি করা হয়েছে।
এর আগে স্লোভিয়ানস্কের জনগণের নির্বাচিত মেয়র ভাইয়াচেশ্লাভ পোনোমারইয়োভ বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে কথিত সন্ত্রাস বিরোধী অভিযান চালাতে যেয়ে কিয়েভের সেনা ও আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
আমেরিকার কুখ্যাত ব্লাকওয়াটার নামের অধুনালুপ্ত নিরাপত্তা সংস্থার ভাড়াটে সেনারাও এ সব অভিযানে অংশ নিয়েছে এবং প্রধান ভূমিকা পালন করেছে।
স্লোভিয়ানস্কের মেয়র সাংবাদিকদের জানান, গত ১০ দিনে অন্তত সাড়ে ছয়শ’ সেনা হতাহত বা বন্দি হয়েছে। আটক বন্দিদের মধ্যে ৭০ জন বিদেশি সেনা রয়েছে। এ ছাড়া, এ সব অভিযানে সিআইএ এবং মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই'র ১৩ এজেন্ট নিহত এবং ১২ জন আহত হয়েছে। কিন্তু বার্লিনের মার্কিন দূতাবাসের টুইটার এক বার্তায় সিআইএ’র এক কর্মকর্তা এ খবর অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, রুশপন্থি বিক্ষোভকারীরা যে দাবি করেছে তা বাস্তব নয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন