হামাস-ফাতাহ ঐক্য সরকারের মন্ত্রিসভা গঠনে এমকত
হামাস-ফাতাহ ঐক্য সরকারের মন্ত্রিসভা গঠনে এমকত
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং প্রতিদ্বন্দ্বী ফাতাহ ঐকমত্যের ভিত্তিতে মন্ত্রিসভা গঠন করতে রাজি হয়েছে। জাতীয় ঐকমত্যের সরকার গঠনের ক্ষেত্রে একে একটা বড় ধরনের অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিলিস্তিনের নতুন ঐক্য সরকারের মন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদের নামের বিষয়ে একটা সমঝোতা হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় কয়েক দিন আগে হামাস ও ফাতাহ নেতাদের মধ্যে আলোচনায় এ নিয়ে সমঝোতা হয় বলে জানান মারজুক।
হামাস এবং ফাতাহর কর্মকর্তারা এরইমধ্যে আশা প্রকাশ করেছেন যে, চলতি মাসের মধ্যে তারা একটি নতুন ঐক্য সরকার ঘোষণা করতে পারবেন। হামাস নেতা মারজুক আরো জানান, ঐক্য সরকার গঠনের পর ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস গাজা উপত্যকা সফরে যাবেন।
গত ২৩ এপ্রিল হামাস ও ফাতাহ আন্দোলন তাদের মধ্যকার মতভেদ মিটিয়ে নতুন করে ঐক্য সরকার গঠনে রাজি হয়। এ চুক্তির আওতায় পাঁচ সপ্তাহের মধ্যে দু দল একটি ঐক্য সরকার গঠন এবং চুক্তির ছয় মাসের মধ্যে সাধারণ নির্বাচনের আয়োজন করবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন