সিরিয়াতে বিভিন্ন দেশের জিহাদুন নিকাহ এর অংশগ্রহণকারী: জরিপ
সিরিয়াতে বিভিন্ন দেশের জিহাদুন নিকাহ এর অংশগ্রহণকারী: জরিপ
জিহাদুন নিকাহ নামক অপকর্মে যে সকল দেশের জঙ্গিরা অংশগ্রহন করেছিল যেমনঃ তিউনিসিয়া থেকে ৯৬ হাজার জন কে উক্ত কাজের জন্য সিরিয়াতে আসে তাদের মধ্যে ১৮ হাজার জন মারা যায়।
আমেরিকার জরিপ অনুযায়ি সিরিয়ার সমস্যা ২০১১ থেকে শুরু করে ২০১৩ সাল পর্যন্ত প্রায় ৮৭টি দেশের ২৮৪ হাজার উগ্রপন্থি জঙ্গি সদস্য বাশার আল আসাদের সরকার পতনের উদ্দেশ্যে সিরিয়াতে যায়।
উক্ত জরিপের ভিত্তিতে এখনও পর্যন্ত প্রায় ৫৪ হাজার উগ্রপন্থি জঙ্গি সদস্য মারা যায়, ৮২ হাজার সদস্য সিরিয়া ছেড়ে তাদের নিজেদের দেশে ফিরে যায়, ১২ হাজার সদস্যর কোন খবর পাওয়া যায় না এবং বর্তমানে প্রায় ৯৬ হাজার উগ্রপন্থি জঙ্গি সদস্য যুদ্ধরত অবস্থায় রয়েছে। ২০১৩ সালে ডিসেম্বর মাসে সবচেয়ে বেশী উগ্রপন্থি জঙ্গি সদস্যরা সিরিয়ার সরকারের পতনের জন্য যুদ্ধরত ছিল।
আমেরিকা এবং ইউরোপের মোট জঙ্গি সদস্য ছিল প্রায় ১২ হাজার ৭৬০ জন। তাদের মধ্যে ২০৮৩ জন তাদের দেশে প্রত্যাবর্তন করে এবং ৬৭৪ জন যাদের নাগরিকত্ব বাতিল হয়ে যায়।
সৌদি আরবের প্রায় ১৯ হাজার ৭০০ জন জঙ্গি সদস্য সিরিয়াতে যুদ্ধরত ছিল। তাদের মধ্যে প্রায় ৪০০০ জন মারা যায়। আরবের বিভিন্ন প্রতিবেশী দেশ সমূহ বিশেষত তিউনিসিয়ার জনগণের মধ্যে ৯৬ হাজার জঙ্গি সদস্যরা জিহাদুন নিকাহ নামক বাতিল চিন্তাধারায় নিজেদেরকে বিলিয়ে দেয়।
উক্ত জরিপের ভিত্তিতে পারস্য উপসাগরীয় এলাকার বিভিন্ন দেশ সমূহ উক্ত জিহাদুন নিকাহ এবং জঙ্গি সদস্যদের বিভিন্ন খরচাদী যেমনঃ সমরাস্ত্রের যোগাড়ের জন্য ৩৪ শত কোটি ডলার ব্যায় করেছে। উক্ত বিনিয়োগের মধ্যে কাতার দিয়েছে প্রায় ১৩ শতকোটি ডলার, সৌদি আরব ১১ শতকোটি ডলার এবং আরবের অন্যান্য দেশ সমূহ প্রায় ১০ শতকোটি ডলার দান করেছে।
সিরিয়াতে অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনিং প্রাপ্ত উ্রগ্রপন্থি জঙ্গিদের মধ্যে প্রথম পর্যায়ে রয়েছে চেচনিয়া, তারপরে রয়েছে সৌদি আরব এবং সর্বনিন্ম পর্যায়ে রয়েছে লেবানন সহ বিভিন্ন দেশের জঙ্গিরা।
নতুন কমেন্ট যুক্ত করুন