বোকো হারামের হামলায় ১ চীনা নাগরিক নিহত; নিখোঁজ ১০

বোকো হারামের হামলায় ১ চীনা নাগরিক নিহত; নিখোঁজ ১০

 hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান,
বোকো হারামের সন্ত্রাসী (ফাইল ছবি)
ক্যামেরুনের একটি সড়ক নির্মাণ প্রকল্পে হামলা করে একজন চীনা নাগরিককে হত্যা এবং অপর ১০জনকে অপহরণ করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। পার্শ্ববর্তী দেশ নাইজেরিয়ার উগ্র গোষ্ঠী বোকো হারামের সন্ত্রাসীরা সীমান্তবর্তী এ এলাকায় হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্যামেরুনের নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, সড়ক নির্মাণের সঙ্গে জড়িত শ্রমিক শিবিরে এ হামলা চালিয়েছে বোকো হারাম। হামলার পর থেকে ১০ চীনা নাগরিক নিখোঁজ রয়েছে এবং তাদেরকে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ক্যামেরুনের চীনা দূতাবাস এ হামলায় একজন আহত ও ১০ নিখোঁজ হওয়ার কথা স্বীকার করেছে। এক চীনা নাগরিক নিহত হওয়ার কথা অবশ্য স্বীকার বা অস্বীকার করে নি তারা।

ভারি অস্ত্রে সজ্জিত হামলাকারীরা পাঁচটি গাড়িতে করে এসেছিল বলে ওই এলাকার এক কর্মকর্তা জানান। যে সব এলাকায় চীনা শ্রমিকরা সড়ক নির্মাণ করছে সেখানে ক্যামেরুনের চৌকস বাহিনী র্যালপিড ইন্টারভেনশন ব্যাটেলিয়নের সেনারা প্রহরা দেয়। কিন্তু ২০ মে দেশটির জাতীয় দিবসের কুচকাওয়াজে যোগ দেয়ার জন্য অনেক সেনা চলে যান এবং এই সুযোগে হামলা চালায় সন্ত্রাসীরা। বন্দুকধারীরা নিকটস্থ একটি থানায়ও হামলা করেছে এবং অস্ত্রসস্ত্র লুট করেছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন