বিদ্রোহীরা আলেপ্পোয় পানির লাইন কেটে দিয়েছে
বিদ্রোহীরা আলেপ্পোয় পানির লাইন কেটে দিয়েছে
পানির লাইন কেটে দেয়ায় নোংরা পানি সরবরাহ করছে আলেপ্পোর শিশুরা
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের পানি সরবরাহ ব্যবস্থা কেটে দিয়েছে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
তিনি এক বিবৃতিতে বলেছেন, “নিরাপদ পানি পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করার অর্থই হচ্ছে মানুষের মৌলিক অধিকার অস্বীকার করা।” বান কি মুন বলেন, বার বার বেসামরিক নাগরিকদের টার্গেটে পরিণত করা এবং জরুরি পণ্য-সামগ্রী সরবরাহে বাধা দেয়া হচ্ছে আন্তর্জাতিক ত্রাণ ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কোনো রকম দেরি না করে আলেপ্পো শহরে পানিসহ জরুর পণ্যের সরবরাহ নিশ্চিত করতে তিনি বিদ্রোহীদের প্রতি আহ্বান জানান।
এক সপ্তাহ আগে সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো শহরের পানি-সরবরাহ লাইন কেটে দিয়েছে এবং জাতিসংঘের তথ্য মতে- প্রায় ২৫ লাখ মানুষ পরিষ্কার পানি পান করা থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে আলেপ্পো শহরে পানিবাহিত নানা রোগ-ব্যাধি মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন