নাইজেরিয়ার সেনারা নিজ কমান্ডারকে লক্ষ্য করে গুলি করল
নাইজেরিয়ার সেনারা নিজ কমান্ডারকে লক্ষ্য করে গুলি করল
নাইজেরিয়ায় নিজ সেনা কমান্ডারকে লক্ষ্য করে গুলি করেছে সেনারা। সন্দেহভাজন বোকো হারাম উগ্রবাদীদের হামলায় কয়েকজন সেনা নিহত হওয়ার জের ধরে ক্ষুব্ধ সেনারা নিজ কমান্ডার মেজর জেনারেল আহমেদ মোহাম্মদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সেনারা অভিযোগ করেছে, উগ্রপন্থিদের মোকাবেলার জন্য পর্যাপ্ত অস্ত্র ও গোলবারুদ তাদের দেয়া হয়নি।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইডুগুরির মাইমালারি সেনা ব্যারাকে এ ঘটনা ঘটেছে। তবে এ হামলায় মেজর জেনারেল আহমেদ মোহাম্মদ অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।
একজন সেনা মুখপাত্র দেশটির বোরনো প্রদেশের রাজধানীর এ ঘটনাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছেন। এ ঘটনার বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করা হয় নি। তবে সেনা মুখপাত্র মেজর জেনারেল ক্রিস ওলুকোলাদে বলেছেন, এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
এ ঘটনার মধ্য দিয়ে বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত নাইজেরিয়ার সেনাদের মনোবল তলানিতে এসে ঠেকেছে। এ ছাড়া, এর মাধ্যমে নিজ সেনা কমান্ডের বিরুদ্ধে তারা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন