অর্থনৈতিক সংকট চলছে ইউরোজোনে

ইউরোজোনে চলতি বছরের প্রথম তিন মাসে হতাশাজনক প্রবৃদ্ধি ঘটেছে। সরকারি পরিসংখ্যানে এ চিত্র ভেসে উঠেছে। ফলে এ অঞ্চলের অর্থনৈতিক সংকট দূর করার সংগ্রাম অব্যাহত রাখতে হচ্ছে।

অর্থনৈতিক সংকট চলছে ইউরোজোনে

ইউরোজোনে চলতি বছরের প্রথম তিন মাসে হতাশাজনক প্রবৃদ্ধি ঘটেছে। সরকারি পরিসংখ্যানে এ চিত্র ভেসে উঠেছে। ফলে এ অঞ্চলের অর্থনৈতিক সংকট দূর করার সংগ্রাম অব্যাহত রাখতে হচ্ছে।

১৮ জাতির ইউরোজোন গত ডিসেম্বরে যে ০.৩ ভাগ প্রবৃদ্ধির আভাস দিয়েছিল শেষ পর্যন্ত তাতে ০.২ ভাগ অর্জিত হয়েছে। ইউরোজোনের অর্থনীতিবিদ পিটার ভ্যান্ডেন জানিয়েছেন, সংস্থাটি চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে যে প্রবৃদ্ধি অর্জন করেছে তা বড় রকমের হতাশাজনক এবং মন্দা কাটিয়ে টেকসই অবস্থায় পৌঁছাতে তাকে এখনো অনেক দূর যেতে হবে।

এ অর্থনীতিবিদ বলেন, “বছরের দ্বিতীয়ার্ধে প্রবৃদ্ধি শক্তিশালী হবে এমনটা ভাবার সুযোগ নেই; মুদ্রাস্ফীতির চাপ কমানোর জন্য যে ধরনের প্রবৃদ্ধি প্রয়োজন তার থেকে বর্তমান প্রবৃদ্ধি অনেক দূরে অবস্থান করছে। তবে, একইসময়ে জার্মানির অর্থনীতিতে প্রবৃদ্ধি ঘটেছে ০.৮ ভাগ; উল্টোদিকে ফ্রান্সের অর্থনীতিতে কোনো প্রবৃদ্ধিই ঘটেনি।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন