চীনা শ্রমিক ভিয়েতনামের দাঙ্গায় নিহত: আহত প্রায় ১০০ জন
চীনা শ্রমিক ভিয়েতনামের দাঙ্গায় নিহত: আহত প্রায় ১০০ জন
চীন ও ভিয়েতনামের কারখানাগুলোতে ঢালাওভাবে আগুন ধরিয়ে দেয় দাঙ্গাকারীরা
ভিয়েতনামে চীনা নাগরিকদের বিরুদ্ধে দাঙ্গায় চীনের একজন শ্রমিক নিহত হয়েছে। ভিয়েতনামের পুলিশ জানিয়েছে, নিহত শ্রমিক তাইওয়ানের একটি স্টিলের কারখানায় কাজ করতেন।
বিতর্কিত পানিসীমায় চীনের পক্ষ থেকে একটি অয়েল রিগ বসানোকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে উত্তেজনা চলছে।
মঙ্গলবার ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের একটি শিল্পোদ্যানে বিক্ষোভকারীরা চীনের কয়েকটি কারখানায় আগুন ধরিয়ে দেয়। ভিয়েতনাম সিঙ্গাপুর শিল্পোদ্যান কর্তৃপক্ষ বা ভিএসআইপি এক বিবৃতিতে বলেছে, বিক্ষোভকারীরা চীনের মালিকানাধীন তিনটি নির্মাণ কারখানায় হামলা করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু এ শিল্পোদ্যানের অন্তত ২৫টি কারখানায় আগুন দেয়া হয়েছে বলে অন্যান্য সূত্র বলেছে।
চীনা অক্ষরে লেখা কারখানাগুলোতে হামলা করা হয়েছে এবং হামলাকারীদের হাত থেকে তাইওয়ানের কারাখানাগুলিও রক্ষা পায় নি বলে জানা গেছে। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চীনের একজন শ্রমিক নিহত হয়েছেন। তাকে শনাক্ত করার কাজ চলছে। তাইওয়ানের একজন কূটনীতিক বলেছেন, গত দু’দিনের চীন বিরোধী দাঙ্গায় প্রায় ১০০ লোক আহত হয়েছে।
চলতি মাসের গোড়ার দিকে চীনের পক্ষ থেকে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় একটি তেলের রিগ বসানো কেন্দ্র করে বেইজিং-হ্যানয় সম্পর্কে তীব্র টানাপড়েন চলছে। ভিয়েতনামও ওই এলাকাটির মালিকানা দাবি করছে। রিগের আশপাশে পাহারারত চীনা জাহাজের সঙ্গে ভিয়েতনামি জাহাজের কয়েক দফা সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে বেইজিং বিরোধী মনোভাব তুঙ্গে রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন