কাবুলের অভিযোগ: পাক সেনাদের গুলিতে এক আফগান পুলিশ নিহত’
কাবুলের অভিযোগ: পাক সেনাদের গুলিতে এক আফগান পুলিশ নিহত’
পাক-আফগান সীমান্তে পাকিস্তানি পুলিশের কড়া প্রহরা
পাক-আফগান সীমান্তে গুলি বিনিময়ের ঘটনায় একজন আফগান পুলিশ নিহত হয়েছে বলে কাবুল অভিযোগ করেছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে দু’দেশের সীমান্তবর্তী এমন একটি জায়গায় এ গুলি বিনিময় হয়েছে যেখানে সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত করা হয়নি।
কান্দাহার প্রদেশের পুলিশের মুখপাত্র জিয়া দুররানি বলেছেন, বৃহস্পতিবার সূর্যোদয়ের কিছুক্ষণ আগে থেকে এ সংঘর্ষ শুরু হয় এবং তা প্রায় দু’ঘন্টা ধরে চলে। এ সময় দু’পক্ষ বিক্ষিপ্তভাবে পরস্পরের ওপর রাইফেলের গুলি চালায় এবং রকেট নিক্ষেপ করে।
কান্দাহারের সরকারি মুখপাত্র দাওয়াখান মিনাপাল জানিয়েছেন, প্রদেশের মারুফ জেলায় পাকিস্তান সীমান্ত পুলিশ একটি চেকপোস্ট স্থাপনের চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানি পুলিশ সীমান্ত লঙ্ঘন করে আফগানিস্তানে ভূমিতে ওই চেকপোস্ট বসাতে চেয়েছিল বলে তিনি দাবি করেন।
নতুন কমেন্ট যুক্ত করুন