হারের মুখে সিবাল, কেজরিওয়াল, ২ আসনেই জিততে পারেন মোদী: জরিপ

হারের মুখে সিবাল, কেজরিওয়াল, ২ আসনেই জিততে পারেন মোদী: জরিপ

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ, লেবানন, ইরান, চীন, মালয়েশিয়া, স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব, কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন
নরেন্দ্র মোদী, অরবিন্দ কেজরিওয়াল ও কপিল সিবাল
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বুথফেরত জরিপ অনুযায়ী বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী দু’টি আসনেই জিততে চলেছেন। অন্যদিকে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং বিজেপি নেতা অরুণ জেটলির মতো নেতারা পরাজয়ের মুখে পড়তে পারেন।

হেভিওয়েট প্রার্থীদের ৩০টির বেশি আসনের বুথফেরত জরিপ বিশ্লেষণ করে এ ইঙ্গিত দিয়েছে বেসরকারি নিউজ চ্যানেল এবিপি আনন্দ। যেসব আসনের জরিপ বিশ্লেষণ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- আমেথি (রাহুল গান্ধী), অমৃতসর (অরুণ জেটলি), গান্ধীনগর (এল কে আদভানি), চাঁদনি চক (কপিল সিবাল), ব্যাঙ্গালোর-দক্ষিণ (অনন্ত কুমার), ছিন্দওয়ারা (কমলনাথ), রায়বেরেলি (সোনিয়া গান্ধী), শিবগঙ্গা (কার্তি চিদম্বরম), দক্ষিণ মুম্বাই (মিলিন্দ দেওরা) এবং বারাণসী (নরেন্দ্র মোদী, অরবিন্দ কেজরিওয়াল)।

জরিপের ফলাফল অনুযায়ী, দিল্লির চাঁদনি চক আসন থেকে এবার খালি হাতে ফিরতে হচ্ছে কেন্দ্রীয়মন্ত্রী ও কংগ্রেস প্রার্থী কপিল সিবালকে। এ আসনে বিজেপির প্রার্থী হর্ষবর্ধনের সঙ্গে আম আদমি পার্টির প্রার্থী আশুতোষের তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া গেছে। সিবাল সেখানে তৃতীয় স্থান পেতে পারেন। নয়াদিল্লি আসনেও তৃতীয় স্থান পেতে পারেন কংগ্রেস প্রার্থী অজয় মাকেন। এই আসনে আপ প্রার্থী আশিষ খৈতান বিজেপি প্রার্থীকে হারিয়ে জিততে পারেন।

উত্তর প্রদেশের বারাণসী আসনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রাথী নরেন্দ্র মোদীই জিততে চলেছেন। দ্বিতীয় স্থানে থাকতে পারেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল।
আমেথিতে রাহুল গান্ধীই জিততে চলেছেন। এই আসনে দ্বিতীয় স্থানে থাকবেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।

দক্ষিণ মুম্বাই আসনে শিবসেনার অরবিন্দ সাওয়ান্তের কাছে হারতে পারেন কেন্দ্রীয় তথ্য ও যোগাযোগমন্ত্রী মিলিন্দ দেওরা। এই আসনে আপ প্রার্থী মীরা সান্যাল। কংগ্রেস প্রার্থী প্রিয়া দত্ত এবারও মুম্বাই উত্তর-মধ্য আসনে জয়ী হচ্ছেন। এই আসনে বিজেপি প্রার্থী পুনম মহাজনের হারের ইঙ্গিত পাওয়া গেছে।

কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুণা আসনে বিজেপি প্রার্থীর কাছে হারতে পারেন। ছিন্দওয়ারাতে কংগ্রেস প্রার্থী ও কেন্দ্রীয় মন্ত্রী কমলনাথ বিজেপি প্রার্থীকে হারিয়ে জিততে চলেছেন। বিদিশা আসনে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের ভাই লক্ষ্মণ সিংকে হারিয়ে জিততে পারেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। নাগপুর আসনে জিততে চলেছেন বিজেপি নেতা নীতিন গাদকারি। দক্ষিণ ব্যাঙ্গালোর আসনে কংগ্রেসের হাইপ্রোফাইল প্রার্থী নন্দন নিলেকানিকে হারিয়ে পঞ্চমবারের মতো জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন বিজেপি প্রার্থী অনন্ত কুমার।

শিবগঙ্গায় হারতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে ও কংগ্রেস প্রার্থী কার্তি চিদম্বরম। এআইএডিএমকে প্রার্থী ওই আসনে বিজয়ী হতে পারেন। শিমোগা আসনে জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী ও কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। আজমগড়ে সমাজবাদী পার্টি প্রার্থী মুলায়ম সিং যাদবকে হারাতে পারেন বিজেপি প্রার্থী রমাকান্ত যাদব। উত্তরপ্রদেশের মথুরা আসনে আরএলডি’র জয়ন্ত চৌধুরীকে হারিয়ে জিততে পারেন বিজেপির তারকা প্রার্থী হেমা মালিনী। বাগপত আসনে হেরে যেতে পারেন আরএলজি নেতা অজিত সিং।

পাঞ্জাবের অমৃতসরে বিজেপি প্রার্থী অরুণ জেটলিকে কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংই সম্ভবত এই আসনে জিততে চলেছেন। লখনউয়ে কংগ্রেসের রীতা বহুগুণা যোশীকে হারিয়ে সংসদে যেতে পারেন বিজেপি সভাপতি রাজনাথ সিং।

বিহারের পাটলিপুত্র আসনে বিজেপি প্রার্থী রামকৃপাল যাদবের কাছে হারতে চলেছেন আরজেডি নেতা লালুপ্রসাদের কন্যা মিসা। মাধেপুরা আসনে জেডি-ইউ নেতা শরদ যাদবের সামনে হার অপেক্ষা করছে।

জরিপের এসব পূর্বাভাস সত্য হয় কিনা তা জানার জন্য ১৬ মে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন