দোনেতস্ক ইউক্রেনকে সেনা সরাতে সময়সীমা বেধে দিল
দোনেতস্ক ইউক্রেনকে সেনা সরাতে সময়সীমা বেধে দিল
সেনাবাহিনী সরিয়ে নিতে ইউক্রেনকে সময়সীমা বেধে দিয়েছে দোনেতস্কের সেল্ফ ডিফেন্স ফোর্স। তারা বলেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোনেতস্ক এলাকা থেকে ইউক্রেনের সেনা সরিয়ে নিতে হবে।
দোনেতস্কের পিপলস মিলিশিয়া বাহিনীর ডেপুটি কমান্ডার সের্গেই দ্রিলিয়ুক বলেছেন, বেধে দেয়া সময়সীমার মধ্যে যদি ইউক্রেনের সেনাবাহিনীকে প্রত্যাহার না করা হয় তাহলে তাদেরকে সরে যেতে বাধ্য করা হবে। তিনি আরো বলেন, “কথিত বৈধ কর্তৃপক্ষ যদি রাস্তা থেকে তাদের সেনা ও ট্যাংক সরিয়ে না নেয় তাহলে তাদেরকে প্রদেশ থেকে সরিয়ে দেয়ার জন্য আমার হাতে যথেষ্ট শক্তি রয়েছে।”
দোনেতস্ক এবং লুহানস্ক প্রদেশে গণভোটের তিনদিন পর কমান্ডার সের্গেই দ্রিলিয়ুক এসব কথা বললেন। ওই গণভোটের মাধ্যমে দোনেতস্ক ও লুহানস্ক প্রদেশের জনগণ ইউক্রেন থেকে স্বাধীন হওয়ার পক্ষে রায় দিয়েছে। রুশপন্থি বিক্ষোভকারীরা বলছেন, শতকরা ৯০ ভাগ ভোট পড়েছে স্বাধীনতার পক্ষে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন