ভেনিজুয়েলার বিরোধী জোট আলোচনা থেকে সরে আসার হুমকি দিল
ভেনিজুয়েলার বিরোধী জোট আলোচনা থেকে সরে আসার হুমকি দিল
ভেনিজুয়েলা সরকারের সঙ্গে চলমান আলোচনা প্রক্রিয়া থেকে সরে আসার হুমকি দিয়েছে দেশটির বিরোধী জোট। সরকার বিরোধীদের বিরুদ্ধে তাদের ভাষায় অন্যায় অভিযানের প্রতিবাদে এ আলোচনা থেকে সরে আসার হুমকি দিয়েছে তারা।
ভেনিজুয়েলার সরকার বিরোধী ডেমোক্রেটিক ইউনিটি জোট বলছে, গত সপ্তাহে বিরোধী দলীয় প্রায় দুই শতাধিক ছাত্রকে গণ-গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, এরপর নিরাপত্তা বাহিনী সরকার বিরোধীদের বিক্ষোভ মিছিলের অনুমতি দেয়নি এবং এ সব পদক্ষেপ আলোচনার পরিবেশ নষ্ট করেছে। সরকার যে সংলাপ চায় না এ সব তৎপরতার মধ্য দিয়ে তা ফুটে উঠেছে বলে বিরোধী প্রতিনিধি দলের সমন্বয়কারী জুয়ান জোস মেডিনা অভিযোগ করেছেন।
চলতি সপ্তাহে সরকারের সঙ্গে যে রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা ছিল তাও একতরফাভাবে বাতিল করে দেয়া হয়েছে।
গত ফেব্রুয়ারি থেকে ভেনিজুয়েলায় সরকারপন্থি ও সরকারবিরোধীদের মধ্যে সহিংসতা শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, সরকার বিরোধীরা আমেরিকার সহযোগিতায় ক্যু করার চেষ্টা করছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন