সৌদি আরব ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত

সৌদি আরব ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ, লেবানন, ইরান, চীন, মালয়েশিয়া, স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব, কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন
সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদি আল-ফয়সাল
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে সৌদি আরব। এ কথা জানিয়েছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল।

রিয়াদে গতকাল (মঙ্গলবার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “সৌদি আরব সফরের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইরান হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র; তার সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে এবং তার সঙ্গে আমরা আলোচনা করব।”

সৌদ আল- ফয়সাল বলেন, “আমরা ইরানের সঙ্গে এই আশা নিয়ে কথা বলব যে, যদি কোনো মতপার্থক্য থেকে থাকে তাহলে তা দু'পক্ষের সন্তুষ্টির মাধ্যমে দূর করা হবে।”

সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, “ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে রিয়াদ সফরের দাওয়াত দেয়া হলেও তিনি এখনও কোনো জবাব দেন নি। তবে, তিনি যেকোনো সময় আসতে পারেন, আমরা তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছি।”

এর আগে, গত ৩ মে তেহরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুর রহমান বিন গারমান আশ-শিহরির সঙ্গে সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি দু দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার কথা বলেছিলেন। সে সময় প্রেসিডেন্ট রুহানি বলেছিলেন, তেহরান ও রিয়াদের মধ্যকার সুসম্পর্ক মধ্যপ্রাচ্যের শান্তি এবং নিরাপত্তার জন্য মৌলিক একটি বিষয়।

ইরান ও সৌদি আরব আঞ্চলিক কয়েকটি ইস্যু বিশেষ করে বাহরাইন ও সিরিয়ার মতো ইস্যুতে দারুনভাবে মতবিভক্ত হয়ে পড়েছে। সৌদি আরব বাহরাইনের রাজার দমন-পীড়নকে সমর্থন ও বিরোধী আন্দোলন দমন করেত সেনা পাঠিয়েছে। পাশাপাশি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তাকফিরি ও বিদেশি ভাড়াটে সন্ত্রাসীদের অস্ত্র, অর্থ ও অন্যান্য রসদ সরবরাহ করে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে, ইরান মনে করে এসব সমস্যারই শান্তিপূর্ণ ও রাজনৈতিক সমাধান হওয়া উচিত।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন