রাশিয়া আমেরিকায় রকেট ইঞ্জিন রফতানিতে নিষেধাজ্ঞা দিল
রাশিয়া আমেরিকায় রকেট ইঞ্জিন রফতানিতে নিষেধাজ্ঞা দিল
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস
রাশিয়া বলেছে, আমেরিকাকে রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করে দেয়া হবে। ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেবে মস্কো।
মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। আমেরিকাকে সামরিক ও বেসামরিক উপগ্রহ কক্ষপথে পাঠানোর জন্য রাশিয়া থেকে আমদানি করা আরডি-১৮০ এবং এনকে-৩৩ রকেট ইঞ্জিনের ওপর নির্ভর করতে হয়।
এ ছাড়া, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস ২০২০ সালের পর ব্যবহারের যে অনুরোধ আমেরিকা করেছিল তাও নাকচ করে দেয়া হয়েছে বলে জানান রোগোজিন।
রাশিয়া ও আমেরিকা দুই দেশেরই নভোচারীরা আইএসএস পরিচালনা করেন। তবে একমাত্র রুশ সুয়জ মহাকাশ যানের মাধ্যমেই আইএসএসে যাওয়া যায়। আমেরিকা ২০২৪ সাল পর্যন্ত আইএসএস ব্যবহার করতে চেয়েছিল।
রোগোজিন আরো বলেছেন, রাশিয়া জুন মাস থেকে নেভিগেশন তৎপরতার সঙ্গে জড়িত জিপিএস উপগ্রহের কার্যক্রমও বন্ধ করে দেবে। তার বদলে গ্লোন্যাস নামের একই ধরণের তৎপরতা শুরু করবে। এই তৎপরতা আমেরিকায় চালানোর বিষয়ে আলোচনা শুরুর জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান তিনি। রোগোজিন বলেন, সেপ্টেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা না হলে রাশিয়ায় জিপিএস তৎপরতা স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।
রোগোজিন বলেন, সব কিছুকেই রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলে বলে আমেরিকার মতো অনির্ভরযোগ্য অংশীদারের সঙ্গে উঁচু প্রযুক্তি প্রকল্প সংক্রান্ত বিষয়ে কাজ করা নিয়ে রাশিয়া উদ্বেগের মধ্যে রয়েছে।
এর আগে, রাশিয়ার সামরিক ক্ষেত্রে সহায়তা করতে পারে বলে অভিযোগ করে উঁচু-প্রযুক্তির পণ্য দেশটিতে রফতানির বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এ নিষেধাজ্ঞা যথার্থ নয় বলে ওয়াশিংটনের কঠোর সমালোচনা করেন রোগোজিন।
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সাংঘর্ষিক পরিবেশ সৃষ্টি হলেও রাশিয়া এবং আমেরিকা অনেক বছর ধরেই মহাকাশ অভিযানের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বজায় রেখেছিল। কিন্তু ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকটের কারণে এখন সে যুগের অবসান ঘটতে যাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন