ফিলিস্তিনে অন্তর্বর্তী সরকার গঠনে আলোচনা শুরু
ফিলিস্তিনে অন্তর্বর্তী সরকার গঠনে আলোচনা শুরু
ফাইল ফটো
ঐকমত্যের ভিত্তিতে ফিলিস্তিনের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফাতাহ আলোচনা শুরু করেছে।
গতকাল (মঙ্গলবার) শেষ বেলায় দু দলের শীর্ষ পর্যায়ের নেতারা অবরুদ্ধ গাজা উপত্যকায় এ আলোচনা শুরু করেন।
খবরে বলা হচ্ছে- স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস তার দলের প্রতিনিধিদেরকে হামাসের সঙ্গে সরকার গঠনের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছার নির্দেশ দিয়েছেন।
গতকাল দিনের প্রথমভাগে হামাসের অন্যতম মুখপাত্র সালাহ আল-বারদাভিল জানিয়েছিলেন, পশ্চিম তীর থেকে ফাতাহ’র শীর্ষ নেতা আজম আল-আহমাদ সন্ধ্যার দিকে গাজা এসে পৌঁছাবেন এবং তিনি হামাসের নেতাদের সঙ্গে ঐক্য সরকার গঠনের বিষয়ে আলোচনা করবেন।
এরইমধ্যে হামাস ও ফাতাহ আন্দোলন মন্ত্রসিভা গঠনের জন্য নিজ নিজ পক্ষে দুটি নামের তালিকা বিনিময় করেছে।
গত ২৩ এপ্রিল হামাস ও ফাতাহ আন্দোলন তাদের মধ্যকার মতভেদ মিটিয়ে নতুন করে ঐক্য সরকার গঠনে রাজি হয়। এ চুক্তির আওতায় পাঁচ সপ্তাহের মধ্যে দু দল একটি ঐক্য সরকার গঠন এবং চুক্তির ছয় মাসের মধ্যে সাধারণ নির্বাচনের আয়োজন করবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন