ভবিষ্যতে সিরিয়ায় আসাদের স্থান নেই
ভবিষ্যতে সিরিয়ায় আসাদের স্থান নেই
আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার বৈধতা হারিয়েছেন এবং আগামীতে সিরিয়ায় তার কোন স্থান নেই। হোয়াইট হাউজে সিরিয়ার কথিত ন্যাশনাল কাউন্সিল বা এসএনসি’র প্রধান আহমাদ জারবা’র সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় এসএনসি প্রধান জারবা গেরিলাদেরকে অব্যাহতভাবে সহযোগিতা দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। সম্প্রতি সিরিয়ার সরকারবিরোধী গেরিলাদের প্রতি সামরিক সহযোগিতার পরিমাণ বৃদ্ধি করেছে আমেরিকা। সর্বশেষ ২৮ কোটি ৭০ লাখ ডলারের সামরিক সাহায্য দিয়েছে ওয়াশিংটন।
আগামী ৩ জুনের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বারাক ওবামা এ বক্তব্য দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় এবারই প্রথম একাধিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট বাশার আসাদও এ নির্বাচনেও প্রার্থী হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ওবামার আগে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ওয়াশিংটনে সিরিয়ার সরকারবিরোধী গেরিলাদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, বাশার আসাদকে হটানোর বিষয়ে সমন্বয়হীনতার কারণে তাদের একটা বছর নষ্ট হয়ে গেছে। সিরিয়ার সরকারি বাহিনী যখন গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধে চূড়ান্ত বিজয়ের পথে তখনি এসব বক্তব্য করলেন মার্কিন নেতারা।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন