গত ২৪ ঘন্টায় আফগানিস্তানে ১১১ তালেবান নিহত
গত ২৪ ঘন্টায় আফগানিস্তানে ১১১ তালেবান নিহত
জেনারেল জহির আজিমি
বসন্তকালীন অভিযান চালাতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আফগানিস্তানের তালেবান। সোমবার থেকে চালানো এ অভিযানে এ পর্যন্ত ১১১ জন তালেবান নিহত হয়েছে বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) জানিয়েছে।
সোমবার তালেবান ঘোষণা করেছিল, তারা বাগরাম ও কাবুল বিমানবন্দরে রকেট নিক্ষেপের মাধ্যমে তাদের বসন্তকালীন অভিযান শুরু করেছে। অবশ্য ওইসব হামলায় কেউ হতাহত হয়নি।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল জহির আজিমি আজ এক টুইটারবার্তায় জানিয়েছেন, তালেবান এ পর্যন্ত আফগানিস্তানের ২১টি প্রদেশে হামলা চালিয়েছে এবং গত ২৪ ঘন্টায় তাদের ১১১ ব্যক্তি খতম হয়েছে। তিনি বলেন, কুনার, ওয়ারদাক, কান্দাহার, উরুজগান, ফাররাহ, হেরাত, কুন্দুজ, কাবুল ও হেলমান্দ প্রদেশে এসব তালেবান নিহত হয়।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত একদিনের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কোনো ক্ষতি হয়নি। তবে জহির আজিমি জানিয়েছেন, মাইন বিস্ফোরণে চার সৈন্য নিহত হয়েছে। তবে বিস্ফোরণের স্থান সম্পর্কে তিনি কিছু জানাননি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন