অপহৃত জর্দানের রাষ্ট্রদূতকে মুক্তি দেয়া হয়েছে
অপহৃত জর্দানের রাষ্ট্রদূতকে মুক্তি দেয়া হয়েছে
গত চার সপ্তাহ ধরে পণবন্দি ছিলেন ফাওয়াজ আল-ইতান
লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহৃত জর্দানের রাষ্ট্রদূত ফাওয়াজ আল-ইতানকে মুক্তি দেয়া হয়েছে। মুখোশপরা বন্দুকধারীরা গত ১৭ এপ্রিল সকালে তাকে অপহরণ করেছিল।
মুক্তি পেয়ে রাষ্ট্রদূত ফাওয়াজ আল-ইতান এরইমধ্যে নিজ দেশে ফিরে গেছেন। আজ (মঙ্গলবার) জর্দানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদা'র বরাত দিয়ে লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।
জর্দানের কারাগারে আটক এক ব্যক্তির বিনিময়ে আল-ইতানকে মুক্তি দেয়া হবে বলে অপহরণকারীরা দাবি করেছিল। তাদের এ দাবি মেনে নেয়া হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। অবশ্য লিবিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এলএএনএ জানিয়েছে, দাবি মানতে সম্মত হয়েছিল জর্দান। ২০০৭ সালে জর্দানের প্রধান বিমানবন্দর উড়িয়ে দেয়ার ষড়যন্ত্রে জড়িত থাকায় মুহাম্মদ দেরসি নামের এ বন্দিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল।
২০১১ সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে সাবেক স্বৈরশাসক মৃয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়। অপহরণের মতো ঘটনা সেখানে নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে বেশ কয়েকজন বিদেশি কূটনীতিবিদ অপহৃত হয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন