আমেরিকা চীনবিরোধী দেশগুলোকে উস্কানি দিচ্ছে
আমেরিকা চীনবিরোধী দেশগুলোকে উস্কানি দিচ্ছে
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং
চীন অভিযোগ করেছে, সাগরসীমা নিয়ে বেইজিং-এর সঙ্গে বিরোধে জড়িত এশিয়ার দেশগুলোকে উস্কানি দিচ্ছে আমেরিকা।
চলতি মাসের গোড়ার দিকে চীন একটি তেলের রিগকে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় নিয়ে যায়। ভিয়েতনামও ওই এলাকারটির মালিকানা দাবি করছে।
গত সপ্তাহে হ্যানয় অভিযোগ করেছে, ওই এলাকার কাছে তাদের টহল জাহাজকে ধাক্কা দেয়ার পাশাপাশি পানি কামান ছুঁড়েছে চীনের যুদ্ধজাহাজ। কিন্তু বেইজিং বলেছে, ভিয়েতনামের জাহাজের ধাক্কা খেয়ে চীনা যুদ্ধজাহাজ জবাব দিতে বাধ্য হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে ফোনে বলেছেন, বেইজিং-এর এ জাতীয় তৎপরতা উস্কানিমূলক।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং আজ বেইজিং-এ নিয়মিত ব্রিফিং-এ কঠোর ভাষায় কেরির ওই বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, পানিসীমা নিয়ে আমেরিকা মারাত্মক ভুল বক্তব্য দিচ্ছে। এর মাধ্যমে অন্যান্য দেশকে হুমকি ও উস্কানিমূলক আচরণে উৎসাহ দেয়া হচ্ছে। এ ছাড়া, ফোনালাপে শব্দ প্রয়োগে সচেতন হওয়ার জন্য জন কেরিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী পরামর্শ দিয়েছেন বলেও ওই মুখপাত্র জানান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন