ব্যাংককের রাজপথে এবার ‘লাল শার্ট আন্দোলন’
ব্যাংককের রাজপথে এবার ‘লাল শার্ট আন্দোলন’
থ্যাইল্যান্ডের ক্ষমতা থেকে বিদায় নেয়া প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সমর্থনে রাজধানী ব্যাংককের রাজপথে নেমেছেন লাল শার্ট আন্দোলনের নেতা-কর্মীরা।
থাই বিরোধীদল অন্তর্বর্তী নতুন প্রধানমন্ত্রীর বদলে সম্পূর্ণ নতুন সরকার গঠনের জন্য যে চাপ সৃষ্টি করেছে তা মোকাবেলায় লাল শার্ট আন্দোলনের নেতা-কর্মীরা শনিবার রাজপথে নামলেন। বিক্ষোভকারীরা বলছেন, দেশের রুগ্ন সরকার এবং কেয়ারটেকার প্রশাসনকে বিতাড়িত করতে তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে।
অন্যদিকে, লাল শার্ট আন্দোলনের নেতারা বলেছেন, তারা দেশে কোনো সহিংসতা চান না, তারা চান গণতন্ত্র সুসংহত রাখতে। তবে, লাল শার্ট আন্দোলনের কর্মীদের মাঠে নামার পর দেশটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশংকা করা হচ্ছে। এর আগেও লাল শার্ট ও হলুদ শার্ট আন্দোলনের কর্মীদের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছিল।
গত ৭ মে থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় দেশটির সাংবিধানিক আদালত। একইসঙ্গে সিনাওয়াত্রা সরকারের নয় মন্ত্রীকেও সরিয়ে দেয়া হয়েছে। পরে নতুন কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে ইংলাক সরকারের বাণিজ্যমন্ত্রী নিওয়াত্তুমরং বুনসংপাইসানকে নিয়োগ দেয়া হয়। তবে, নতুন প্রধানমন্ত্রীকেও মেনে নিতে রাজি নয় বিরোধী বিক্ষোভকারীরা। গতকাল হলুদ শার্ট আন্দোলনের সমর্থকরা রাস্তায় নামলে তাদের ওপর টিয়ারগ্যাস ও পুলিশের লাঠি চার্জ হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন