ইরান আগামী বছর থেকে গ্যাসোলিন রপ্তানি করবে
ইরান আগামী বছর থেকে গ্যাসোলিন রপ্তানি করবে
আগামী বছর থেকে উন্নতমানের গ্যাসোলিন রপ্তানি করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের জাতীয় তেল শোধন ও বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্বাস কাজেমি এ কথা জানিয়েছেন।
তিনি জানান, আগামী ফারসি বছরের মাঝামাঝি সময়ে দক্ষিণ ইরানের স্টার রিফাইনারি উৎপাদনে আসবে এবং অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ইরান উন্নতমানের গ্যাসোলিন রপ্তানি করতে সক্ষম হবে।
আব্বাস কাজেমি আরো বলেন, স্টার রিফাইনারি থেকে প্রতিদিন এক কোটি ২০ লাখ লিটার গ্যাসোলিন উৎপাদন করবে এবং এ দিয়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানো হবে। বাকি শোধনাগারগুলো থেকে বাড়তি ৩০ লাখ লিটার গ্যাসোলিন উৎপাদন করে তা রপ্তানি করা হবে।
ইরানের এ কর্মকর্তা জানান, তাদের হাতে উন্নতমানের গ্যাসোলিন উৎপাদনের পরিকল্পনা রয়েছে এবং আবাোন শোধনাগার থেকে ইউরো-ফাইভ স্ট্যান্ডার্ডের গ্যাসোলিন উৎপাদন করা হবে। তিনি আরো জানান, ইরান আগে যেখানে প্রতিদিন তিন কোটি লিটার গ্যাসোলিন আমদানি করত সেখানে এখন তা কমে এক কোটি লিটারে নেমে এসেছে। তিনি আশা করেন, চলতি বছরে গ্যাসোলিন আমদানির পরিমাণ কমে ৭০ লাখ লিটারে দাঁড়াবে এবং আগামী বছর থেকে আমদানির আর দরকার হবে না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন