উত্তর কোরিয়া আবারো পরমাণু বোমার হুমকি দিল
উত্তর কোরিয়া আবারো পরমাণু বোমার হুমকি দিল
উত্তর কোরিয়া নতুন করে পরমাণু বোমার হুমকি দেয়ার পর কোরিয় উপদ্বীপে উত্তেজনা বেড়ে গেছে। পিয়ংইয়ং চতুর্থ দফা পরমাণু পরীক্ষা চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ওয়ান-জি তথ্য প্রকাশ করার মাত্র দু’দিন পর নতুন এই হুমকি দেয়া হলো।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ আজ (শনিবার) জানিয়েছে, সম্মান এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য পরমাণু পরীক্ষায় পিয়ংইয়ং দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
সিউল বলেছে, পিয়ংইয়ং যদি আরেকটি পরমাণু পরীক্ষা চালায় তাহলে তাকে মারাত্মক পরিণাম ভোগ করতে হবে।
উত্তর কোরিয়া ২০০৬, ২০০৯ এবং ২০১৩ সালে তিনটি পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন