বেতন দ্বিগুণ করার দাবিতে আর্জেন্টিনায় বিক্ষোভ
বেতন দ্বিগুণ করার দাবিতে আর্জেন্টিনায় বিক্ষোভ
আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চলীয় চাকো প্রদেশে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে বহু লোক আহত হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা প্রাদেশিক রাজধানী রেসিসটেনসিয়া’র কেন্দ্রীয় চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। এর ফলে সংঘর্ষ শুরু হয়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়েছে। কিছু বিক্ষোভকারী পাথর ছুঁড়ে পুলিশি হামলার জবাব দিয়েছে। ২৫ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রেড ইউনিয়নগুলো বলছে- দেশে যে পরিমাণ মুদ্রাস্ফীতি ঘটেছে, সে তুলনায় ২৫ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব অগ্রহণযোগ্য।
গত মার্চে আর্জেন্টিনার সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন-শ্রমিক ফেডারেশন মুদ্রাস্ফীতির ভিত্তিতে শ্রমিকদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী আর্জেন্টিয়ায় ২০১৩ সালে মুদ্রাস্ফীতি ঘটেছে ১১ শতাংশ। তবে নিরপেক্ষ অর্থনীতিবিদরা বলছেন- আর্জেন্টিনায় প্রকৃতপক্ষে ৩০ শতাংশ মুদ্রাস্ফীতি ঘটেছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন