থ্রি-ডি প্রিন্টার দিয়ে বন্দুক তৈরির দায়ে জাপানে প্রথম গ্রেফতারের ঘটনা
থ্রি-ডি প্রিন্টার দিয়ে বন্দুক তৈরির দায়ে জাপানে প্রথম গ্রেফতারের ঘটনা
থ্রি-ডি প্রিন্টারে তৈরি একটি আগ্নেয়াস্ত্র (ফাইল ছবি)
জাপানের পুলিশ থ্রি-ডি বা ত্রিমাত্রিক প্রিন্টার দিয়ে তৈরি বন্দুক রাখার দায়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আজ(বৃহস্পতিবার) আটক করেছে। জাপানে এ জাতীয় ঘটনার দায়ে কোনো ব্যক্তিকে আটকের ঘটনা এই প্রথম ঘটল। জাপানের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন থ্রি-ডি প্রিন্টারে তৈরি অস্ত্রের বিরুদ্ধে এই প্রথম প্রয়োগ করা হলো।
ইউশিতোমে ইমুরা নামের ২৭ বছরের কলেজ কর্মীর বাড়িতে অভিযানের সময়ে পুলিশ কর্মকর্তারা পাঁচটি আগ্নেয়াস্ত্র জব্দ করেন। এর মধ্যে দু’টো আগ্নেয়াস্ত্র দিয়ে প্রাণঘাতী বুলেট ছোঁড়া সম্ভব বলে জানিয়েছে জাপানের সম্প্রচার সংস্থা এনএইচকে। রাজধানী টোকিও কাছে অবস্থিত কাওয়াসাকি এলাকায় ইমুরার বাসভবন থেকে থ্রি-ডি প্রিন্টারও উদ্ধার করেছে পুলিশ। অবশ্য এ সময়ে কোনো গুলি উদ্ধার করা যায় নি।
আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোঁড়ার ভিডিও ফুটেজ ইন্টারনেটে আপলোড করার সূত্র ধরে সন্দেহভাজন এ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল জাপানি পুলিশ। বন্দুক তৈরির নীলনকশা ইন্টারনেট থেকে নামিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
অবশ্য, ইমুরাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ প্রচারিত হওয়া সত্ত্বেও গ্রেফতার সংক্রান্ত খবর নিশ্চিত করতে অস্বীকার করেছে পুলিশ।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন