রাশিয়ার আশা: ইরান ও ৬ জাতিগোষ্ঠীর মধ্যে চুক্তি হবে
রাশিয়ার আশা: ইরান ও ৬ জাতিগোষ্ঠীর মধ্যে চুক্তি হবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি ইস্যুতে তেহরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত চুক্তি হবে বলে আশা করছে রাশিয়া।
আগামী মে মাসের মাঝামাঝি সময়ে দু পক্ষ নতুন করে বৈঠকে বসবে। এ বৈঠকে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে চূড়ান্ত চুক্তি হয়ে যাবে বলে আশা করেছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
আগামী ১৩ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠী তেহরানের পরমাণু ইস্যুতে আলোচনা শুরু করবে। এ নিয়ে রিয়াবকভ বলছেন, আলোচনার শেষ পর্যায়ে অন্তত কিছু বিষয়ে সবাই একমতে পৌঁছাবে। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
নিউ ইয়র্কে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে মঙ্গল ও বুধবার বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠক হয়েছে। এর আগে, গত ৯ এপ্রিল ভিয়েনায় দু পক্ষের মধ্যে সর্বশেষ উঁচু পর্যায়ের বৈঠক হয়।
তেহরানের পরমাণু ইস্যুতে দু পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি সই হলে পশ্চিমাদের সঙ্গে ইরানের দীর্ঘ এক দশকের দ্বন্দ্বের অবসান হবে বলে আশা করা হচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন