ইসরাইলের গুপ্তচরবৃত্তিতে আমেরিকার ক্ষোভ
ইসরাইলের গুপ্তচরবৃত্তিতে আমেরিকার ক্ষোভ
আমেরিকার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালানোর ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইল সব সীমা অতিক্রম করেছে। তাদের এ তৎপরতা মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ক্ষুব্ধ করে তুলেছে। মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
ইসরাইই নাগরিকদের আমেরিকা ভ্রমণের ভিসা সংক্রান্ত নিয়ম শিথিল করা নিয়ে মার্কিন কংগ্রেসের কয়েকটি কমিটিকে গোপন ব্রিফিং দেয়ার সময়ে পদস্থ মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
এক গোপন ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা বলেন, ফ্রান্স, ব্রিটেন এবং জাপানের মতো ঘনিষ্ঠ মিত্র দেশেগুলো আমেরিকার বিরুদ্ধে যে গুপ্তচরবৃত্তি চালায় তা ছাড়িয়ে গেছে ইসরাইল। নিউজউইকের প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাণিজ্য মিশন এবং যৌথ প্রতিরক্ষা প্রযুক্তি ঠিকাদারির নামে আমেরিকার গোপন তথ্য হাতিয়ে নেয়ার যে তৎপরতা তেল আবিব চালাচ্ছে তা মার্কিন 'রেড লাইন' অতিক্রম করেছে।
গত জানুয়ারি মাসের এ ব্রিফিং-এর বিষয়ে অবহিত মার্কিন কংগ্রেসের এক কর্মী ইসরাইলের এ গুপ্তচরবৃত্তিকে ‘মারাত্মক বিপদজনক' এমনকি 'ভয়াবহ আতঙ্কজনক’ হিসেবে অভিহিত করেন। অন্য এক কর্মী একে ‘ক্ষতিকারক’ বলে জানান। অবশ্য ২০১৩ সালে অন্য এক গোপন ব্রিফিংয়ে অংশগ্রহণকারী সাবেক এক কংগ্রেস কর্মী বলেন, ইসরাইল সংক্রান্ত এ সব তথ্য প্রকাশ করায় কেউ বিস্মিত হয়েছেন বলে মনে হয় না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন