রাশিয়া মার্কিন উপকূলের কাছে বিমান শক্তি প্রদর্শন করছে

রাশিয়া মার্কিন উপকূলের কাছে বিমান শক্তি প্রদর্শন করছে

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন,
টহল দিচ্ছে তু-৯৫ (ফাইল ছবি)
মার্কিন বিমান বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান জেনারেল হারবার্ট ‘‘হক’’ কারলিসল বলেছেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার বিমান বাহিনীর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ইউক্রেনে হস্তক্ষেপের পাশাপাশি পাশ্চাত্যকে শক্তি প্রদর্শন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের অংশ হিসেবে রাশিয়া এ সব তৎপরতা বাড়িয়েছে বলে দাবি করেন তিনি।

জেনারেল কারলিসল বলেন, এ সব তৎপরতার মধ্যে ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে এবং প্রশান্ত মহাসাগরের মার্কিন দ্বীপ গুয়ামের কাছে রুশ বিমানের টহল উল্লেখযোগ্য। এ ছাড়া, জাপানি দ্বীপপুঞ্জ এবং কোরিয়ার কাছে দূরপাল্লার রুশ বিমানের টহলও ‘মারাত্মকভাবে' বেড়ে গেছে। একই সঙ্গে এ সব এলাকায় রুশ যুদ্ধজাহাজের তৎপরতাও বেড়েছে।

ওয়াশিংটনের থিং ট্যাংক- সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এ এক আলোচনায় এ সব তথ্য তুলে ধরেন এ মার্তিকিন জেনারেল। এ সময় তিনি তার বক্তব্যের সমর্থনে একটি স্লাইড শো দেখান। এতে দেখা যায়, মার্কিন জঙ্গি বিমান এফ-১৫ রুশ ‘ভাল্লুক’ বিমানকে গুয়ামের কাছে বাধা দিচ্ছে। শীতল যুদ্ধের সময় রাশিয়ার তু-৯৫ বিমানকে ‘ভাল্লুক’ নামে অভিহিত করত ন্যাটো। একই নাম ব্যবহার করেন জেনারেল কারলিসলও।

অবশ্য, তিনি এ ঘটনার বিস্তারিত বিবরণ দেন নি। এ ছাড়া, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিমান এবং নৌবাহিনীও প্রশান্ত মহাসাগরের ঘটনাবলীর বিস্তারিত বিবরণ জানানোর অনুরোধে সাড়া দেয় নি। সিএসআইএস-এর এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইক গ্রিন দাবি করেন, এ অঞ্চলে রুশ বিমানের টহল আগের চেয়ে অনেক বেড়েছে । এ জাতীয় ঘটনাকে শীতল যুদ্ধ উস্কে দেয়ার তৎপরতা হিসেবে অভিহিত করেন তিনি।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন