জাপানে ৩ মার্কিন বিমান তুষারপাতে পড়ে ধ্বংস
জাপানে ৩ মার্কিন বিমান তুষারপাতে পড়ে ধ্বংস
গত ফেব্রুয়ারি মাসে ভয়াবহ তুষারপাতের কবলে পড়ে জাপানে আমেরিকার তিনটি পি-৩ ওরিয়ন গোয়েন্দা বিমান ধ্বংস হয়েছিল।
মার্কিন সামরিক পত্রিকা প্যাসিফিক স্টার অ্যান্ড স্ট্রাইপস তার অনলাইন সংস্করণে আজ (বুধবার) এ খবর দিয়েছে। বিমানগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেগুলোকে আর মেরামত করা যাবে না।
মার্কিন নৌবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, বিমানগুলো জাপানের রাজধানী টোকিওর পশ্চিমে আতসুজি এলাকার একটি মার্কিন ঘাঁটির কাছে ঠিকাদারের হ্যাঙ্গারে ছিল। ৫৫০ ফুট লম্বা ও ৫০ ফুট উঁচু এ হ্যাঙ্গার বরফের চাপে ভেঙে পড়ে এবং তাতে জাপানেরও বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়। তবে সুনির্দিষ্ট করে কোনো তারিখ বলেননি মার্কিন ওই মুখপাত্র।
গত ফেব্রুয়ারিতে জাপানের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ তুষারপাত হয়েছিল এবং সে সময় অন্তত ২৬ জন নিহত ও এক হাজারের বেশি আহত হয়েছিল। তুষারপাতে ৬০০ ঘর-বাড়িও ধ্বংস হয়। সে সময় বিভিন্ন গ্যারেজ ও বাড়ির ছাদ ধসে গাড়িসহ যেসব সম্পদের ক্ষতি হয়েছে তার অর্থমূল্য পায় ৬০ কোটি ডলার।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন