মার্কিন ড্রোনের গোপন ছবি ফাঁস

মার্কিন ড্রোনের গোপন ছবি ফাঁস

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন,
আয়ান টেটের তোলা ছবি
আমেরিকার সবচেয়ে গোপন ড্রোন ‘অ্যাভেঞ্জার’-এর ছবি ফাঁস হয়ে গেছে। মোজাভে মরুভূমির জেনারেল অ্যাটোমিকসের ড্রোন প্লান্ট থেকে পরীক্ষামূলক উড্ডয়নের পর এ ছবি তোলেন বিমান চলাচল বিষয়ক মার্কিন আলোকচিত্রী আয়ান টেট।

অ্যাভেঞ্জারকে বিশ্বের সবচেয়ে গোপন ড্রোন কর্মসূচি বলে মনে করা হয়।

প্রিডেটর বা রিপার ড্রোনের ছবি তুলতে চেয়েছিলেন আয়ান টেট। কিন্তু তার বদলে বিশ্বের সবচেয়ে গোপন ড্রোন হিসেবে পরিচিত অ্যাভেঞ্জারের ছবি তুলতে পেরে মহাখুশি হন তিনি।

অ্যাভেঞ্জার ড্রোনটি ঘণ্টায় ৪৬০ মাইল বা ৭৪১ কিলোমিটার বেগে ৬০ হাজার ফুট উচ্চতা দিয়ে একনাগাড়ে প্রায় ২০ ঘণ্টা উড়তে পারে। মাত্র একজন পাইলটই দূর থেকে এ ড্রোনকে নিয়ন্ত্রণ করতে পারেন। ড্রোনটি পরিচালনার জন্য যে সব যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা স্বর্ণপাতে মোড়া জানালার আড়ালে বসানো থাকে।

এই ড্রোন সাড়ে তিন হাজার পাউন্ডের কয়েকটি স্মার্ট বোমা বহন করতে পারে। এ ছাড়া, স্মল ডায়ামিটার বোমা (এসডিবি) নামের বোমা বহন করতে পারে এটি। এ সব বোমা নিক্ষেপ করার পর ৫০ মাইল পর্যন্ত ভেসে যেতে পারে এবং শত্রুপক্ষের রাডার ধ্বংস করতে পারে। এরইমধ্যে আফগানিস্তানে অ্যাভেঞ্জার পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে বলে ব্যাপকভাবে মনে করা হয়।
সূত্রঃ রেডিও তেহরান

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন