ইরাকে সংসদ নির্বাচনে মালিকি’র জোট জয়ের পথে
ইরাকে সংসদ নির্বাচনে মালিকি’র জোট জয়ের পথে
ইরাকে সংসদ নির্বাচনের ভোটগণনা চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী- ভোটগণনায় প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বাধীন ‘স্টেট অব ল কোয়ালিশন’ এগিয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে- ক্ষমতাসীন জোট একশ’রও বেশি আসনে জিতবে। ইরাকের জাতীয় সংসদে ৩২৮টি আসন রয়েছে।
প্রধানমন্ত্রী মালিকি’র গণমাধ্যম বিষয়ক মুখপাত্র আলী আল মুসাভি বলেছেন, প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বহু দলের অংশগ্রহণে সরকার গঠনের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন। তিনি আরও বলেছেন, এরইমধ্যে সরকার গঠনের বিষয়ে বিভিন্ন দল ও জোটের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
ইরাকের স্বাধীন নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আগামী পাঁচ দিনের মধ্যে ভোটগণনা শেষ হবে এবং আগামী ২৫ মে নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানানো হবে। গত ৩০ এপ্রিল ইরাকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোটার অংশ নিয়েছেন।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন