রাশিয়া: ইউক্রেন সংকটে ইউরোপের নিরাপত্তা ঝুঁকির মুখে
রাশিয়া: ইউক্রেন সংকটে ইউরোপের নিরাপত্তা ঝুঁকির মুখে
ইউক্রেনের সহিংসতা ঠেকাতে না পারলে গোটা ইউরোপের নিরাপত্তা ও গণতান্ত্রিক উন্নয়ন ঝুঁকির মুখে পড়বে বলে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। একইসঙ্গে দেশটি ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীদেরকে গণভাবে মানবাধিকার লংঘনের জন্য অভিযুক্ত করেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে- “ইউক্রেনের জনগণ ও আন্তর্জাতিক সমাজের যৌথ প্রচেষ্টায় শিগগিরি বর্ণবাদিতা, প্রবাসী-বিরোধী বিদ্বেষ, জাতিগত অসহিষ্ণুতা এবং নাজি বাহিনী ও তাদের সহযোগী ব্যান্ডেরার কৃতিত্ব জাহির করা বন্ধ করতে হবে।”
স্টিপান ব্যান্ডেরা ছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়ন-বিরোধী বিতর্কিত যুদ্ধে ইউক্রেনের গেরিলা আর্মির প্রধান। এছাড়া, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাজি বাহিনীর সহযোগী ছিলেন। পশ্চিম ইউক্রেনের জনগণের কাছে বীর হিসেবে পরিচিত ব্যারন্ডেরা।
রুশ বিবৃতিতে আরো বলা হয়েছে- উগ্র জাতীয়তাবাদী ও চরমপন্থীরা ইউক্রেন আন্দোলনের একচেটিয়া দখল নিয়েছে এবং রুশ ভাষাভাষী জনগণের মানবাধিকার চরমভাবে লংঘন করে যাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন