ফ্রান্সে সুউদ ইস্টলি এলাকার রেল কর্মচারীরা ধর্মঘট শুরু করতে যাচ্ছেন
ফ্রান্সে সুউদ ইস্টলি এলাকার রেল কর্মচারীরা ধর্মঘট শুরু করতে যাচ্ছেন
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের সুউদ ইস্টলি এলাকার রেল কর্মচারীরা ধর্মঘট শুরু করতে যাচ্ছেন।
ফরাসি দৈনিক লা ফিগারোর ইন্টারনেট সংস্করণে বলা হয়েছে, শ্রমিক ইউনিয়নগুলোর কর্মকর্তারা বলেছেন, কাজের সুস্থ ও স্বাভাবিক পরিবেশ না থাকার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
ফ্রান্সের রেল কর্মকর্তারা দাবি করেছেন, আগামীকাল স্থানীয় সময় সকাল আটটা থেকে রেল কর্মচারীদের ধর্মঘট শুরু হবে তবে এতে করে রেলের কার্যক্রমে তেমন ব্যাঘাত ঘটবে না। কিন্তু শ্রমিক ইউনিয়নগুলোর কর্মকর্তারা বলছেন, এ ধর্মঘটের ফলে রেল যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থা তৈরি হবে। ফ্রান্সের গণমাধ্যমগুলোও ধর্মঘটী অঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়ের আশঙ্কা করেছে।
এদিকে, ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায়ই শ্রমিকদের ধর্মঘটের কারণে সরকার বেশ বেকায়দায় আছে। এসব প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের কাজের পরিবেশ ও বেতনে সন্তুষ্ট নয় এবং যে কোনো অজুহাতে তারা বার বার ধর্মঘটে যাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন